বৃহস্পতিবার, জুন ২৬, ২০২৫
সামি'স কর্নার

এলিমিনেটর ম্যাচের আগে আবারও লাহোরে ফিরলেন রিশাদ

পাকিস্তান সুপার লিগের চলতি আসরের প্রথম ভাগে লাহোর কালান্দার্সের হয়ে মাঠ কাঁপিয়েছিলেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন। পরবর্তীতে ভারত-পাকিস্তান অভ্যন্তরীণ অরাজকতায় লিগ স্থগিত হলে তিনি ফিরে আসেন। তবে আবারও লাহোরে ফিরেছেন তিনি, গুরুত্বপূর্ণ এলিমিনেটরের ম্যাচে আগে লাহোর কালান্দার্সে ফের দেখা যাবে বাংলাদেশের রিশাদ হোসেনকে।

বৃহস্পতিবার (২২ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে এই ফ্র‍্যাঞ্জাইজিটি। লাহোরের থেকে উচ্ছ্বাস প্রকাশ করে জানানো হয় যে, ‘দেখুন কে এসেছে! লাহোরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে স্কোয়াডে ফিরলেন রিশাদ হোসেন। এলিমিনেটর ম্যাচে করাচি কিংসের বিপক্ষে লড়াইয়ের আগে আবারও লাহোর কালান্দার্স শিবিরে যোগ দিলেন এই লেগস্পিনার।’

আরও পড়ুন: গ্লোবাল সুপার লিগে কবে মাঠে নামছে রংপুর

পাকিস্তান সুপার লিগে লাহোর কালান্দার্স শিবিরে যুক্ত হলেন তিনি, যেখানে ইতোমধ্যেই রয়েছেন সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ। তিন বাংলাদেশি অলরাউন্ডার এখন একই দলে—এ যেন টাইগার ভক্তদের জন্য আরেকটি ঈদের আনন্দ!

সাম্প্রতিক সময়ে জাতীয় দলের হয়ে সংযুক্ত আরব আমিরাত সফরে ছিলেন রিশাদ। তার আগেই পিএসএলের মূল পর্বে খেলেছিলেন লাহোরের হয়ে। যেখানে ৯ উইকেটও পেয়েছিলেন তিনি। তবে টুর্নামেন্ট বিরতির পর দেশে ফিরে আসেন। সেখান থেকেই আবারও ফিরিয়ে আনা হলো তাকে এলিমিনেটর ম্যাচের জন্য।

এর আগে ড্যারেল মিচেলের বদলি হিসেবে দলে নেওয়া হয় সাকিব আল হাসানকে। দলের অন্যতম অভিজ্ঞ অলরাউন্ডার সিকান্দার রাজা টুর্নামেন্ট ছেড়ে যাওয়ার পর যুক্ত হন মেহেদী হাসান মিরাজ। আর এবার, গুরুত্বপূর্ণ নকআউট পর্বের আগে আস্থা রাখা হলো রিশাদের ওপর।

তিন অলরাউন্ডারের মধ্যে সাকিব ও মিরাজ ব্যাট-বল দুদিকেই পরীক্ষিত। রিশাদ মূলত লেগ স্পিনার, তবে ব্যাট হাতেও রাখেন কার্যকারিতা। তাদের একসাথে মাঠে নামা মানে লাহোরের স্পিনভাগে বাড়তি শক্তি। আজকের গুরুত্বপূর্ণ ম্যাচে তিনজনকেই একাদশে দেখা যাবে কি না, সেটাই এখন মূল কৌতূহলের বিষয়।

পিএসএলের মতো বিশ্বমঞ্চে একই দলে তিন বাংলাদেশি অলরাউন্ডার—এটা নিঃসন্দেহে দেশের ক্রিকেটের জন্য গর্বের ব্যাপার। মাঠে তারা কতটা আলো ছড়াতে পারেন, সেটা সময়ই বলে দেবে। তবে ক্রিকেটপ্রেমীদের চোখ এখন লাহোর কালান্দার্সের একাদশ ঘিরেই।

আরও পড়ুন: পুরো সিরিজেই শিশিরে ভুগেছে বাংলাদেশ: লিটন

আরও খবর

একটি মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য লিখুন
দয়া করে এখানে আপনার নাম লিখুন

সর্বশেষ খবর

জনপ্রিয় খবর